ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাসিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাসিক

রাজশাহী: রাজশাহীতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করবে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। মহানগরীর সিটি হাসপাতালসহ আরবান প্রাইমারী হেলথ সেন্টারে ডেঙ্গু জ্বরে আক্রান্তরা বিনামূল্যে এই পরীক্ষা করতে পারবেন।

 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে নানা উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন এবং রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট।
 
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ প্রজেক্টের (পিপিপি) আওতায় রাজশাহী সিটি করপোরেশনকে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নগরভবনের এ্যানেক্স সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।  

অনুষ্ঠানে রেডক্রিসেন্টের পক্ষ থেকে পাঁচ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস দেওয়া হয়।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাসিক প্রশাসক বলেন, রেডক্রিসেন্ট আর্তমানবতার সেবায় কাজ করে। স্রষ্টা মানুষকে সৃষ্টি করেছেন মানবসেবার জন্য। ডেঙ্গু প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন। ইতোমধ্যে লার্ভিসাইড ও অ্যাডাল্টিসাইড ওষুধ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।  

ওয়ার্ড পর্যায়ে ব্যাপকভাবে প্রয়োগ করা হবে। যেকোনো রোগের প্রাদুর্ভাব রক্ষায় আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে। নিপাহ ভাইরাস, অ্যানথ্রাক্সসহ বিভিন্ন রোগ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে।  

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কারণ প্রকৃত ডেঙ্গুরোগী শনাক্ত করে তাদের চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। পিপিপির আওতায় মহানগরীর ৪, ১৬, ১৯, ২৪ ও ২৮ নম্বর ওয়ার্ডে বিভিন্ন কার্যক্রম চলছে।  

অনুষ্ঠানে রেড ক্রিসেন্টর পক্ষে সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাজশাহী সিটি করপোরেশনের কাছে ডেঙ্গু টেস্টিং কিটস হস্তান্তর করেন।

আজকের এ অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের পারসোনাল ইকুইপমেন্ট ভেস্ট, গামবুট ও হেলমেটও দেওয়া হয়।
 
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু।  

অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, ফিল্ড ইপিপিআর অফিসার ডা. শাহনেওয়াজ রশিদ সাব্বির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।