ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-তরুণ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
ই-সিগারেট ও ভেপ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র-তরুণ সমাবেশ

ঢাকা: ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধসহ বেশ কিছু দাবিতে রাজধানীর শাহবাগে সমাবেশ করেছে ছাত্র-তরুণরা।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে তামাক বিরোধী তরুণ সমাজ ও আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমাবেশে ছাত্র-তরুণরা তামাকের ভয়াবহতা থেকে বাঁচাতে তরুণ ও যুবসমাজকে বাঁচাতে ই-সিগারেট ও ভেপিং নিষিদ্ধ, ধুমপানের নির্ধারিত এলাকা বিলুপ্ত, বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্য প্রদর্শন নিষিদ্ধ, খুচরা বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ, তামাক কোম্পানির সিএসআর কার্যক্রম বন্ধ ও সিগারেটের প্যাকেটে সতর্কবার্তা ৫০ থেকে ৯০ শতাংশ বাড়ানোর দাবি জানান। পাশাপাশি, তামাকজনিত মৃত্যু কমাতে সংশোধিত আইনের দ্রুত পাসের জন্য জোড়ালো দাবি তোলেন।

এ সময় বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দলোনের অন্যতম কর্মী সানজিদা বলেন, বর্তমানে দেশের ৪৮ শতাংশ তরুণ জনগোষ্ঠী। কিন্তু অবাক করার বিষয় হলো এর মধ্যে ৯ দশমিক ২ শতাংশ তরুণ তামাক সেবন করে। প্রচলিত সিগারেটের পাশাপাশি তরুণরা মারাত্মকভাবে ই-সিগারেটে আসক্ত এবং এর হার দিন দিন বেড়েই চলেছে।

সমাবেশে আরো জানানো হয়, দেশে ১৫ বছরের ওপরে ধূমপায়ীর সংখ্যা শতকরা ৩৯ দশমিক ১ শতাংশ এবং এর নিচে ৭ দশমিক ৫ শতাংশ শিশু ধূমপায়ী। এই বিপুল জনগোষ্ঠীকে রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করা জরুরি।

আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর সমন্বয়কারী মারজানা মুন্তাহার সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন, স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমানসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসসি/এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।