ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সিরাজগঞ্জে অ্যাডভোকেসি সভা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও সংবাদ সম্মেলন হয়েছে। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় বক্তারা বলেন, ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হবে।

এ সপ্তাহ উপলক্ষে বেশি মানুষকে সম্পৃক্ত করে পরিবার কল্যাণ সেবা দেওয়া হবে। মানুষকে সেবা নিতে উৎসাহিত করা হবে।  

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তারিকুল ইসলাম, পৗরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, হেলাল আহম্মেদ, ইসরাইল হোসেন বাবু, আমিনুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।