ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় টাঙ্গাইলে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
করোনায় টাঙ্গাইলে মৃতের সংখ্যা ১০০ ছাড়ালো 

টাঙ্গাইল: করোনা আক্রান্ত হয়ে টাঙ্গাইলে আরো দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১।

এছাড়া মঙ্গলবার (২২ জুন) নতুন করে আরো করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১২১ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কালিহাতী উপজেলার একজন এবং সখীপুর উপজেলার একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২১ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার শতকরা ৩৬ দশমিক ১১ ভাগ।

আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৫৩, কালিহাতীতে ১৫, দেলদুয়ারে ১৩, ঘাটাইলে ১০, মির্জাপুরে ৮, নাগরপুর ও ধনবাড়ীতে ৬ জন করে ১২ জন, গোপালপুর ও মধুপুরে ৩ জন করে ৬ জন এবং ভুঞাপুর ও বাসাইলে ২ জন করে ৪ জন। জেলায় গত ১০ দিন ধরে করোনা আক্রান্তের হার ৩২ শতাংশের ওপরে রয়েছে।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা হলো ৬ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে আরোগ্য লাভ করেছেন ৪ হাজার ৪০৪ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান বাংলানিউজকে জানান, স্বাস্থ্যবিধি মেনে না চলায় করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে মঙ্গলবার থেকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌরসভা এলাকায় সাত দিনের কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে।

গত বছর ৮ এপ্রিল জেলার মির্জাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ওই মাসেই ঘাটাইলে করোনা আক্রান্ত মহিউদ্দিন নামে এক কলেজছাত্রের প্রথম মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।