ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২১
ঝিনাইদহে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৭ ঝিনাইদহ সদর হাসপাতাল। ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরও ১১৭ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বুধবার (২৩ জুন) সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাবে পরীক্ষা করা ২২৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ১১৭ জনের ফলাফল পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৫১ দশমিক ৫৪ ভাগ। এ নিয়ে ঝিনাইদহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৩৮ জনে।

গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।

এদিকে করোনার সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহ জেলায় শুরু হয়েছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট ও অভিযান চালাচ্ছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জুন ২৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।