ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে করোনায় আক্রান্তের হার ৩১.৬৭ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ২৪, ২০২১
খাগড়াছড়িতে করোনায় আক্রান্তের হার ৩১.৬৭ শতাংশ ...

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে করোনা আক্রান্তের হার উর্ধ্বমুখী। নমুনা পরিক্ষা অনুপাতে দিন দিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩১.৬৭ শতাংশে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ সর্বচ্চো সংক্রমণের হার।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নতুন করে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এর মধ্যে সদরে ১০ জন, দীঘিনালায় চার জন, রামগড়ে চার জন এবং মাটিরাঙ্গায় একজন।

চলতি মাসে মোট ৯৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১১৯ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণের হার ১২.৫৯ শতাংশ।

জেলায় এখন পর্যন্ত ৭ হাজার ২৮২জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১ হাজার ২৭ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। যার গড় আক্রান্তের হার ১৪.১০ শতাংশ। বর্তমানে হাসপাতালে ১৮ জন ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ জনের।

এদিকে করোনা সংক্রমণ বাড়লেও স্থানীয়দের মধ্যে মাস্ক ব্যবহারসহ স্বাস্থবিধি না মানার ক্ষেত্রে উদাসিনতা দেখা যাচ্ছে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুুর কান্তি দাশ বলেন, জ্বর-কাঁশি হলে করোনা পরিক্ষা করাতে হবে। আর স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে করোনা আক্রান্তের হার কমানো যাবে না।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুন ২৪, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।