ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
বাগেরহাটে বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্তের সংখ্যা

বাগেরহাট: বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে আক্রান্তের হার কমেছে।

৭৩ জনের নমুনা পরীক্ষায় মাত্র ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ হিসাবে আক্রান্তের হার ২০ শতাংশ। এনিয়ে বাগেরহাটে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৮২ জনে। এর মধ্যে মারা গেছেন ৭৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৩৮ জন। আর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৮৪৪ জন।  

শনিবার (২৬ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় বাগেরহাট জেলা প্রশাসনের দেওয়া ‘লকডাউন’র তৃতীয় দিন চলছে। তৃতীয় দিনেও বাগেরহাটের প্রধান সড়কগুলো ফাঁকা ছিল। স্বাস্থ্যবিধি নিশ্চিত, জনসমাগম এড়ানো ও লোকজনের বিভিন্ন স্থানে যাওয়া বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে কাজে যেতে না পেরে বিপাকে পড়েছেন সাধারণ মানুষজন।  

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে ১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। এটা গত কয়েকদিনের থেকে অনেক কম। তবে লকডাউন বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পাশাপাশি আমাদের সঙ্গে কাজ করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।  

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।