ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
বগুড়ার ৩ হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

বগুড়া: বগুড়ায় কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

গত ২৪ ঘণ্টায় বগুড়ার তিন হাসপাতলে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছেন ১৫২ জন এবং সুস্থ হয়েছেন ৫৯ জন।

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজন হলেন- বগুড়া সদরের আবু হোসেন (৬৯), লাকি ইসলাম (৬৫) ও ফরিদা আকতার (৪৬), পাবনা জেলার শিউলী খাতুন (৩৬), নওগাঁ জেলার সেলিম উদ্দিন (৭০), রংপুর জেলার মমতাজ বেগম (৭০) ও জয়পুরহাট জেলার রানু খাতুন (৪০)। তাদের মধ্যে আবু হোসেন, লাকি ও ফরিদা- মোহাম্মদ আলী হাসপাতালে, শিউলী, সেলিম ও মমতাজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং রানু টিএমএসএস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বাংলানিউজকে জানান, শজিমেক হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৯১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১৭ নমুনায় ৮ জনের, এন্টিজেন পরীক্ষায় ৮৩ নমুনায় ৩৯ জনের এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় ১৪ জনসহ মোট ১৫২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৭১২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১২ হাজার ৫৫১ জন। এছাড়া নতুন সাতজনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৬ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ৭৭৫ জন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুন ২৯, ২০২১
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।