ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগে ৫টি হাই-ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০২১
চুয়াডাঙ্গা স্বাস্থ্যবিভাগে ৫টি হাই-ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর হাই-ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় করোনা সংক্রমিত রোগীদের সেবায় নতুন ৫টি হাই ফ্লো নেজাল ক্যানুলা হস্তান্তর করা হয়েছে। এমপি, ব্যবসায়ী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগের কাছে এগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

 

মঙ্গলবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হস্তান্তর অনুষ্ঠানে সামগ্রী গ্রহণ করেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের পক্ষ থেকে ২টি, জেলার সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্সের পক্ষ থেকে ২টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ হাই-ফ্লো নেজাল ক্যানুলা মেশিনের ব্যবস্থা করা হয়। মোট ৫টি মেশিন করোনা ইউনিটের রোগীদের জন্য স্বাস্থ্য বিভাগে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠান সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বলেন, সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় সংক্রমণ বাড়ছে অতিমাত্রায়। এ অবস্থায় হাসপাতালের করোনা ইউনিটে রোগীদেরও ভিড় বাড়ছে। কিন্তু সে তুলনায় হাসপাতালের সক্ষমতা নেই। সক্ষমতা ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থাপনা এখন জরুরি। এভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান স্বাস্থ্য বিভাগের পাশে দাঁড়ালে একসঙ্গে এই অতিমারি জয় করা সম্ভব।

এসময় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জেলার হাসপাতালগুলোতে করোনা রোগীর চাপ বাড়ছে। মৃত্যুর সংখ্যাও কম নয়। এ জেলায় আইসিইউ ব্যবস্থা নেই। তাই অনেকে আইসিইউ’র অভাব অনুভব করছেন। তাৎক্ষণিকভাবে আইসিইউ বিকল্প হিসেবে হাই-ফ্লো নেজাল ক্যানুলা মেশিন বসানো হচ্ছে। যার যার অবস্থান থেকে জেলার স্বার্থে করোনা প্রতিরোধে সহযোগিতার আহ্বান জানান তিনি।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, চুয়াডাঙ্গার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ফাতেহ্ আকরাম ও মোল্লা ট্রেডার্সের প্রতিনিধি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।