ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রংপুর বিভাগে করোনায় ৭ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ২৯, ২০২১
রংপুর বিভাগে করোনায় ৭ জনের মৃত্যু

রংপুর: গত ২৪ ঘণ্টায় উত্তরের বিভাগ রংপুরে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বিভাগের দিনাজপুর জেলায় একজন এবং ঠাকুরগাঁওয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৪৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে।  

মঙ্গলবার (২৯ জুন) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শনাক্তদের মধ্যে দিনাজপুরে ১৪৪, ঠাকুরগাঁওয়ে ১০৩, রংপুরে ৫৯, লালমনিরহাটে ৪৩, কুড়িগ্রামে ৪৩, গাইবান্ধায় ৩৩, নীলফামারীতে ২৩ এবং পঞ্চগড়ে ১৯ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০২ জন।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ জুন) বিভাগের আট জেলার ১ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৬৭ জন করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। একই সময় বিভাগের হিলি ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফিরেছেন সাতজন।

করোনা ভাইরাস শনাক্তের শুরু থেকে সোমবার পর্যন্ত রংপুর বিভাগে ১ লাখ ৫৩ হাজার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৫ হাজার ৫০৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৫১০ জন। এর মধ্যে দিনাজপুুরে করোনা ভাইরাসে ৮ হাজার ৩৩২ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৮২ জন। রংপুরে ৫ হাজার ৮৭১ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১১১ জনের। ঠাকুরগাঁওয়ে ৩ হাজার ১৮৭ জন আক্রান্ত ও ৮৩ জনের মৃত্যু, গাইবান্ধায় ২ হাজার ৭৮ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া নীলফামারীতে ১ হাজার ৮২১ জন আক্রান্ত ও মৃত্যু ৩৮ জনের, কুড়িগ্রামে ১ হাজার ৭৪০ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাটে ১ হাজার ৪৪৪ জন আক্রান্ত ও ২৪ জনের মৃত্যু এবং পঞ্চগড়ে ১ হাজার ৩৪ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।