ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জুন ৩০, ২০২১
সারাদেশে সিনোফার্মের টিকা দেওয়া শুরু বৃহস্পতিবার

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চ্যুয়াল বুলেটিনে অংশ নিয়ে এ তথ্য জানান ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

ডা. শামসুল হক বলেন, আগামীকাল থেকে সারাদেশে সিনোফার্মের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, ২৫০ বেড হাসপাতাল ছাড়াও চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল, সৈয়দপুর সদর হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।

এ ছাড়া রাজধানীতে এরই মধ্যে করোনা ভাইরাস টিকাদান কর্মসূচি চলছে ৪৮টি কেন্দ্রে। কিন্তু সেখান থেকে এবারে ৮টি কেন্দ্র বাদ দিয়ে ৪০টি কেন্দ্রে সিনোফার্মের টিকা দেওয়া হবে বলে। সিনোফার্মের টিকা অগ্রাধিকার তালিকায় যারা রয়েছেন এর মধ্যে রয়েছে মেডিক্যাল ও নার্সিং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আগে টিকা দেওয়া হবে।

একইসঙ্গে যারা এর আগে রেজিস্ট্রেশন করেও টিকা নিতে পারেননি তারাও সিনোফার্মের টিকা নিতে পারবেন। এ ছাড়া প্রবাসী শ্রমিকরা সিনোফার্মের টিকা নিয়ে বিদেশ যেতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুন ৩০, ২০২১
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।