ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

দু’দিনের মধ্যে দেশে আসছে মডার্নার ২৫ লাখ টিকা 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, জুলাই ১, ২০২১
দু’দিনের মধ্যে দেশে আসছে মডার্নার ২৫ লাখ টিকা 

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে আমেরিকা থেকে পাঠানো মডার্নার মোট ২৫ লাখ ডোজ টিকার প্রথম ডোজ হিসেবে প্রায় ১২ লাখ টিকা আসবে।

আর ৩ জুলাই সকালে একই স্থানে মডার্নার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা দেশে আসবে।

 

বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ০১, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।