ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে ২ মাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ২, ২০২১
সিলেটে ২ মাসে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

সিলেট: দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৩০২ জনের মধ্যে ১৭৭ জনই সিলেটের।

একদিনে মারা গেছেন আরো তিনজন।
 
এ নিয়ে গত এক বছরে সিলেট বিভাগে ২৬ হাজার ২৮৩ জন করোনা আক্রান্ত হলেন এবং মারা গেছেন ৪৮১ জন।
 
শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৩০২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলার ১৭৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৮ জনের করোনা শনাক্ত হয়।
 
এ নিয়ে গত বছরের মার্চ মাস থেকে চলতি ২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ২৬ হাজার ২৮৩ জনের করোনা শনাক্ত হলো। আক্রান্তদের মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ১৭ হাজার ৪০৯ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৮১ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৭৭ জন।
 
পক্ষান্তরে এক বছরে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৩৭৭ জন। এদের মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ১৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৮৫ জন।
 
এছাড়া গত বছরের এপ্রিল থেকে ২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলাতেই ৩৯৪ জন, সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে এখনো ৩৭১ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৪৫ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন এবং মৌলভীবাজারে ১৮ জন।
 
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, করোনায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। এর মধ্যে ৪৮ জনের করোনা পজিটিভ, উপসর্গ নিয়ে ৪০ জন এবং আইসিইউতে ১৫ জন চিকিৎসাধীন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২১
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।