ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টাঙ্গাইলে একদিনে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২০৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
টাঙ্গাইলে একদিনে আরো ৯ জনের মৃত্যু, আক্রান্ত ২০৮ প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত‌্যু হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন আরো ২০৮ জন।



টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান এ তথ্য জানান।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, সোমবার (১২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ৫৩১ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এতে আক্রান্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। জেলায় মোট মৃত্যু ১৬৪ জন। বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ৮৩৫ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৬৩ জন।

এছাড়া জুলাই মাসের ১ থেকে ১২ তারিখ পর্যন্ত ১২ দিনে দুই হাজার ৭২৮ জন আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত‌্যুবরণ করেছেন ৪৯ এবং উপসর্গ নিয়ে আরো ৪৫ জন মারা গেছেন।  

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শফিকুল ইসলাম সজিব বলেন, বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ৩৪ জন ও উপসর্গ নিয়ে ৫২ জন রোগী চিকিৎসাধীন।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও উপসর্গ নিয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।