ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
সিলেট-তামাবিল সড়কে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত পলাশ

সিলেট: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে ট্রাকচাপায় পলাশ গোয়ালা (৩০) নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন।  কনস্টেবল পলাশ জৈন্তাপুর চিকনাগুল ট্রাফিক অফিসে কর্মরত ছিলেন।

সোমবার (১২ জুলাই) মধ্য রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর থানাধীন চিকনাগুল উমনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশ গোয়ালা হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন রামপুর চা বাগানের রনজিত গোয়ালার ছেলে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, কনস্টেবল পলাশ জৈন্তাপুর চিকনাগুল ট্রাফিক অফিসে কর্মরত ছিলেন। সোমবার রাত সাড়ে ১১টায় কর্তব্য পালন শেষে অফিসে ফেরার পথে উপজেলার চিকনাগুলের উমনপুর এলাকায় একটি ড্রাম ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।  

তিনি বলেন, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।