ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

মমেকে একদিনে ৪৮ চিকিৎসক পদায়ন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
মমেকে একদিনে ৪৮ চিকিৎসক পদায়ন  ময়মনসিংহ মেডিক্যাল কলেজ

ঢাকা: জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে একদিনে ৪৮ চিকিৎসককে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তাদের পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

অন্যথায় ১৭ জুলাই পূর্বাহ্ণে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।

মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কোভিড-১৯ অতিমারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সংযুক্তিতে পদায়ন করা হলো।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
পিএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।