ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

পটুয়াখালী গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
পটুয়াখালী গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ৪৭ ...

পটুয়াখালী: পটুয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে কলাপাড়া হাসপাতালের করোনা ইউনিটে মির্জাগঞ্জের সন্তোষ চন্দ্রের (৭৫) ও  সুবিদখালিতে হারুনর রশিদের (৭৫) মৃত্যু হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম শীপন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩৪টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০১৯ জন। আক্রান্তের শতকরা হার ৩৫.০৭ শতাংশ। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৮ জন এবং বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন ৫১১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪০৯ জন। এছাড়াও জেলার সকল উপজেলায় টিকাদান কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।