ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

শনিবার আসছে সিনোফার্মের আরো ২০ লাখ টিকা 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
শনিবার আসছে সিনোফার্মের আরো ২০ লাখ টিকা 

ঢাকা: চীন থেকে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা আসছে আগামী শনিবার (১৭ জুলাই)। শুক্রবার (১৬ জুলাই) চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এ তথ্য জানিয়েছেন।

আগামী শনিবার রাতে চীনের এ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। এছাড়া চীন ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহারের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেয় চীন। এছাড়া চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয়ের ২০ লাখ টিকা এসেছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।