ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

স্বাস্থ্য

গাজীপুরে করোনায় একদিনে ১০ জনের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
গাজীপুরে করোনায় একদিনে ১০ জনের মৃত্যু 

গাজীপুর: গাজীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে (গত ২৪ ঘণ্টায়) ১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় ১৩৮ জন আক্রান্ত হয়েছে।

 

গাজীপুরে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৩৯৩ জন এবং মৃতের সংখ্যা ২৯২ জন।  

শনিবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।  

তিনি জানান, স্বাস্থ্যবিধি ও লকডাউনে অসচেতনতার কারণে প্রতিদিন গাজীপুরে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪৪৯ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯১ জন, কালীগঞ্জ উপজেলায় ১৭ জন, কালিয়াকৈর উপজেলায় ৮ জন, কাপাসিয়া উপজেলায় ২২ জন।  

এপর্যন্ত গাজীপুর জেলায় ৯৮ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৫ হাজার ৩৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদরে ৯ হাজার ৭৫৬ জন, কালীগঞ্জে ১ হাজার ৪১ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬৭২ জন, কাপাসিয়ায় ১ হাজার ৫৬ জন ও শ্রীপুরে ১হাজার ৮৫৯ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত গাজীপুর জেলায় নতুন ১০ জনসহ মোট ২৯২ জন মৃত্যু হয় এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৭২ জন।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
আরএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।