ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহী বিভাগে একদিনে টিকা পেয়েছে ১৮ হাজার ৮৪৩ জন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
রাজশাহী বিভাগে একদিনে টিকা পেয়েছে ১৮ হাজার ৮৪৩ জন

রাজশাহী: মহামারি করোনা সংক্রমণ রোধে রাজশাহী বিভাগে করোনার টিকাদান কর্মসূচি চলছে। শনিবার (১৭ জুলাই) টিকা পেয়েছেন মোট ১৮ হাজার ৮৪৩ জন।

গণটিকা কার্যক্রম চলায় টিকা জনগণ সন্তুষ্ট।  

টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৪ জন ও নারী আট হাজার ৫১৯ জন। রাজশাহী জেলায় টিকা গ্রহণ করেছেন এক হাজার ৫৮৪ জন। এদের মধ্যে পুরুষ ৮৬৯ জন ও নারী ৭১৫ জন।  
চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৫ জন পুরুষ ও ৭৪৪ জন নারী টিকা নিয়েছেন। নাটোরে এক হাজার ৬৯৮ জন, নওগাঁয় ২ হাজার ৬০৪ জন, পাবনায় ৪ হাজার ৭২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭ জন, বগুড়ায় ৪ হাজার ৫৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৬১ জন টিকা পেয়েছেন।  

রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বাংলানিউজকে জানান, সারা দেশের মতো রাজশাহীতেও গণটিকা কার্যক্রম চলছে। রাজশাহীসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্না আর জেলা-উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। টিকা নেওয়ার অগ্রাধিকায় তালিকায় যুক্ত হয়েছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা।  

এদিকে, টিকা নেওয়ার বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এসএস/এসই/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।