ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ১০ জন এবং করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) সকালে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার) সকাল ৮টা পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২১ জন ও করোনা ওয়ার্ডে ১৪ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩০২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১৬ জন করোনা ওয়ার্ডে এবং ১৮৬ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া এখানকার আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৯ জন করোনা পরীক্ষা করান। তাদের মধ্যে ৪৬ দশমিক ৮০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

এছাড়া শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এ পর্যন্ত উপসর্গ নিয়ে ৬৯০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে, উপসর্গ নিয়ে মারা যাওয়া ৬৯০ জনের মধ্যে ৫৩ জনের করোনা টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, জুলাই ২১, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।