ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় ঠাকুরগাঁওয়ে ৬ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
করোনায় ঠাকুরগাঁওয়ে ৬ জনের মৃত্যু

ঠাকুরগাঁও: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ঠাকুরগাঁওয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন।

 

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতদের মধ্যে সবাই ঠাকুরগাঁও সদর উপজেলার। যাদের বয়স ৪৫ থেকে ৮৫ বছরের মধ্যে। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ জন।

সিভিল সার্জন মাহফুজার বলেন, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৭৫০ জন ও মৃত্যুবরণ করেছেন ১৪৭ জন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।