ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

টিকা গ্রহণের বয়স ১৮ করার সিদ্ধান্ত, শিগগিরই ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
টিকা গ্রহণের বয়স ১৮ করার সিদ্ধান্ত, শিগগিরই ঘোষণা

ঢাকা: করোনা টিকা গ্রহণকারীদের বয়সসীমা ১৮ করার সিদ্ধান্ত শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।  

তিনি বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে।

করোনা রোগীর চাপ সামাল দিতে প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।  

শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার খোঁজ নিতে এসে তিনি এসব কথা বলেন।

ঢাকার বাইরের রোগীদের জন্য বিভিন্ন জেলায় ফিল্ড হাসপাতাল করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এমআইএইচ/আরআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।