ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় মৃত্যু কমলো রামেক হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
করোনায় মৃত্যু কমলো রামেক হাসপাতালে করোনায় মৃত্যু কমলো রামেকে

রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১১ জনের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (২৩ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার (২৪ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

 

রামেক হাসপাতালে গত ২৬ জুন ১০ জনের মৃত্যু হয়েছিল। এরপর হাসপাতালটিতে প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ১২ থেকে ২৫ জন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। ফলে গত এক মাসে মধ্যে সর্বনিম্ন ১১ জনের মৃত্যু হলো। হাসপাতালটির করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৪২২ জনের মৃত্যু হলো। গত জুন মাসে মৃত্যৃ হয়েছে ৪০৫ জন রোগীর।

শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ১১ জনের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী। এছাড়া ১১ জনের মধ্যে রাজশাহীর ছয়, পাবনার দুই এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রোগী ছিলেন।  

এর মধ্যে রাজশাহীর চার এবং নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার একজন করে মোট সাতজন করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের নমুনা পরীক্ষা হয়নি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৫৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪১৯ জন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।