ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আগরতলা থেকে গৌহাটিগামী বাস উল্টে যুবক নিহত, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, মে ২, ২০২৪
আগরতলা থেকে গৌহাটিগামী বাস উল্টে যুবক নিহত, আহত ৬

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার আগরতলা থেকে আসামের গৌহাটিগামী একটি বাস সড়কে উল্টে গেছে। এতে দীবরাজ দেববর্মা (৩৩) নামে একজন নিহত হয়েছেন।

আহত হয়েছেন ছয়জন।  

আসামের দিমাহাসাও জেলার ডিটকছড়া এলাকায় বুধবার (১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে। বাসটি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষার্থীদের নিয়ে গৌহাটি যাচ্ছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসাম পুলিশের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। যাত্রীদের অভিযোগ, চালক মাতাল অবস্থায় বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে।

ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুর্ঘটনায় নিহত দীবরাজ দেববর্মার বাড়ি ধলাই জেলার সালেমা থানাধীন মহারানী এলাকায়। এই দুর্ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। এরা হলেন ধলাই জেলার আমবাসা এলাকার অলসিস মলসুম (২৩), একই এলাকার লালরেম্বল মলসুম, গৌহাটির বলরাম মন্ডল (২৫), গৌমতী জেলার অমরপুরের চন্দ্রশেখর জামাতিয়া (৩০) ও চালিতাবাড়ী এলাকার গোল্ডেন জমাতিয়া (৩০)। অপরজন নারী, তার পরিচয় মেলেনি। তাদের সবার অবস্থা জটিল। তারা বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ০২, ২০২৪
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।