ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ভারত

ত্রিপুরায় ৫ মানব পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
ত্রিপুরায় ৫ মানব পাচারকারী আটক

আগরতলা (ত্রিপুরা): আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার পুলিশ।  

সোমবার (৬ জানুয়ারি) আগরতলা রেলস্টেশনের জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন দাস সংবাদ মাধ্যমকে বলেন, গোপন খবরের ভিত্তিতে রোববার (৫ জানুয়ারি) রাতে সিপাহীজলা জেলার পুরাতন রাজনগর, কাইয়াডেফা, হরিহরদোলা, কোনাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক পাঁচজনের মধ্যে তিনজন হলেন-জয়ন্ত দাস (৩০), সমীর দাস (৩৮), গৌর চাঁদ দেবনাথ। তাদের বাড়ি সিপাহিজলা জেলার মধুপুর থানাধীন উত্তর কাইয়াডেফা এলাকায়।  

এছাড়া মধুপুর থানাধীন পুরাতল রাজনগর এলাকা থেকে মবিন মিয়া (৩৪) এবং জাকির হোসাইন (৩৫) আটক করা হয়।  

আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডের আবেদন জানানো হবে আদালতে বলে জানান ওসি।

ওসি আরও জানান. এ অভিযানে মধুপুর থানা, বিএসএফ ও গোয়েন্দা বাহিনী সহযোগিতা করে। তারা মূলত অর্থের বিনিময়ে অবৈধভাবে বাংলাদেশি নারী-পুরুষকে ভারতের বিভিন্ন শহর এমনকি বিদেশে পাচার করে বলে অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
এসসিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।