কলকাতা: ফোন করে আগেই বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতাস্থ উপ হাই কমিশনার জকি আহাদের মাধ্যমে বাংলাদেশ সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সাধারণত পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসব, ভারতের স্বাধীনতা দিবস ও অন্যান্য গুরুত্বপূর্ণ দিনে নিজের ফেসবুক টাইমলাইনে জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এই বছর বাংলাদেশের সাধারণ মানুষকে স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানান।
তিনি আরও লেখেন, বাংলাদেশের ভাই-বোনদের যে আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল তার প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি দুই দেশের সুমধুর সম্পর্ক আরও দৃঢ় হবে-এমনটাই কামনা করি।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
ভিএস/এমএ