কলকাতা: পশ্চিমবঙ্গে পঞ্চম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে শনিবার (৩০ এপ্রিল)। এই দফায় তিনটি জেলায় মোট ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
ভারতীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ৫৩টি কেন্দ্রের মধ্যে বেশ কয়েকটি হেভিওয়েট কেন্দ্র আছে। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য কেন্দ্র হলো- ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্র থেকে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এই দফার নির্বাচনে মোট ১ দশমিক ২ কোটি ভোটার ভোট দেবেন। ৩২৯ জন প্রার্থী এই দফায় লড়াই করছেন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের দুইজন প্রার্থী আছেন।
বেশ কিছু উত্তেজনা প্রবণ কেন্দ্রে এই দফায় ভোটগ্রহণ হবে। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে ভোটকেন্দ্রগুলোকে। সাধারণ ভোটারদের সুবিধের জন্য নির্বাচন কমিশনের পক্ষে একটি বিশেষ ‘অ্যাপ’র ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ভোটাররা তাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
এছাড়া থাকছে একটি বিশেষ টেলিফোন নম্বর। এই ফ্রি নম্বরে ভোটাররা সরাসরি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা,২৯ এপ্রিল, ২০১৬
ভিএস/আইএ