ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সংবাদ সম্মেলন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মে ২৭, ২০১৬
সিপিএম ত্রিপুরা রাজ্য কমিটির সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় সংবাদ সম্মেলন করেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি।

শুক্রবার (২৭ মে)  স্থানীয় সময় বিকেল ৫টায় আগরতলার মেলার মাঠ এলাকার দলের রাজ্য কমিটির অফিসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক বিজন ধর ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য গৌতম দাশ।

রাজ্যে বিজেপি, আরএসএস, আইপিএফটি’র মতো সাম্প্রদায়িক শক্তির বিরোধে ব্যাপক প্রচার অভিযান গড়ে তোলা বিষয়টি দুই দিনব্যাপী বৈঠকে আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে ভারত সরকারের নয়া উদার নীতি সাম্প্রদায়িক নীতিগুলোর বিরোধে ধারাবাহিকভাবে সংগ্রাম চালানোর বিষয়।

আগরতলা থেকে অবিলম্বে দূরপাল্লার ব্রডগেজ ট্রেন চালু করা, রাজ্যের দক্ষিণের শহর সাব্রুম পর্যন্ত ব্রডগেজ রেলপথ সংযোগের কাজ দ্রুত সম্পন্ন করা এবং আগরতলা আখাউড়া রেলওয়ে সংযোগের কাজ দ্রুত আরম্ভ করার বিষয়ে দলের রাজ্য কমিটি আলোচনা করেছে।

রাজ্য সরকারের স্বল্প ক্ষমতার মধ্যে মানুষের উন্নয়নের কাজ যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ২৭, ২০১৬
পিসি/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।