ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

কলকাতায় স্বস্তির বৃষ্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ৪, ২০১৬
কলকাতায় স্বস্তির বৃষ্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: শনিবার (০৪ জুন) সকাল থেকেই কলকাতার  আকাশ মুখ ভার করে ছিলো। কালো মেঘে ঢেকে যায় কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গের আকাশ।

আগেই আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়ে দেয়, শনিবার কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এবার সেই পূর্বাভাসের সঙ্গে মিলিয়েই বেলা বাড়তেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় বৃষ্টির দাপটও।

সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই কলকাতা ও এর আশপাশে বর্ষার বৃষ্টি হয়। কিন্তু এ বছর ভারতে স্বাভাবিকের থেকে বেশি বর্ষা হবে বলে জানিয়েছে দিল্লির মৌসুম ভবন।

তবে পশ্চিমবঙ্গে এ বছর ৪ শতাংশ কম বৃষ্টি হবার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

তবে প্রথম বর্ষা শুরুর আগেই হঠাৎ বৃষ্টি স্বাভাবিকভাবে স্বস্তি দিয়েছে ড়ত কদিন ধরে টানা গরমে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের মানুষকে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।