ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রথযাত্রায় সেজেছে ত্রিপুরা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
রথযাত্রায় সেজেছে ত্রিপুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: প্রতি বছরের ন্যায় এবারও জগন্নাথ দেবের রথযাত্রাকে সামনে রেখে সেজে উঠেছে ত্রিপুরা তথা উত্তরপূর্ব ভারত।

ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার মেলাঘর এলাকায় ১৯৫৬ সালে বাংলাদেশের কুমিল্লা জেলা থেকে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি এলে স্থাপন করা হয় জগন্নাথ মন্দির।

তখন থেকে শুরু হয় রথযাত্রা উৎসব। যা এখন উত্তরপূর্ব ভারতের সবচেয়ে বড় উৎসব।

রথযাত্রার সময় প্রতি বছর ৭দিন ধরে চলে এ মেলা ও সাংস্কৃতিক উৎসব। এ উৎসেব অ‍াসাম, মেঘালয়সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসেন।

এ বছরও মেলার প্রস্তুতি প্রায় শেষ লগ্নে। মেলা কমিটির কনভেনার কালীপদ সরকার বাংলানিউজকে জানান, এবছর রথের উচ্চতা ৫৮ ফুট। এতে চাকা রয়েছে মোট ৯টি। রঙ্গিন কাপড়ে সাজিয়ে তোলা হয়েছে।

পঞ্জিকা মতে বুধবার (০৬ জুলাই) রথযাত্রা হলেও এই মেলা কমিটি দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে মঙ্গলবার (০৫ জুলাই) সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- আগরতলার পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
বিএস  

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।