ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ত্রিপুরার খাদ্য মজুত স্বাভাবিক হচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ত্রিপুরার খাদ্য মজুত স্বাভাবিক হচ্ছে

আগরতলা: ত্রিপুরা রাজ্যের খাদ্য মজুত ভাণ্ডারের পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে বলে দাবি ত্রিপুরার খাদ্য ও জনসংভরণ দফতরের মন্ত্রী ভানু লাল সাহার।

বর্ষার কারণে গত দু’মাস ধরে ভারতের সঙ্গে যুক্তকারী ত্রিপুরা রাজ্যের একমাত্র জাতীয় সড়কের অবস্থা বেহাল হয়ে পড়ে।

একই সময়ে দেশের অন্য রাজ্য থেকে রাজ্যের সঙ্গে ট্রেন যোগাযোগও হয়ে পড়ে বিচ্ছিন্ন।

এসব কারণে ত্রিপুরা রাজ্যের খাদ্যের মজুত ভাণ্ডার তলানিতে এসে ঠেকে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যও বেড়ে যায় অনেক। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলে দাবি মন্ত্রী ভানু লাল সাহার।

সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের জানান এ মুহূর্তে রাজ্যে ২০ দিনের খাদ্য মজুত রয়েছে। ৫শ টন দ্রব্য নিয়ে একটি পণ্যবাহী ট্রেন রাজ্য এসে পৌঁছালে পরিস্থিতির উন্নতি হয়। কয়েক দিনের মধ্যে আরও একটি পণ্যবাহী ট্রেন আরও ৫শ’ টন খাদ্যশস্য নিয়ে রাজ্যে আসছে। এসব কারণে ত্রিপুরা রাজ্যের খাদ্য পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।

আগামী দিনে পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও জানান মন্ত্রী।

একইসঙ্গে ৪৪ নম্বর জাতীয় সড়কের অবস্থারও উন্নতি হচ্ছে, নতুন করে আর বৃষ্টি না হলে এই সড়ক দিয়ে অধিক পরিমাণে পণ্যবাহী ট্রাক আসতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।