ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

ভারতে পালিত হচ্ছে ব্যাংক ধর্মঘট

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ভারতে পালিত হচ্ছে ব্যাংক ধর্মঘট

আগরতলা: পাঁচ দফা দাবিতে সারা ভারতে পালিত হচ্ছে ব্যাংক ধর্মঘট। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিউন একদিনের এ ধর্মঘটের ডাক দিয়েছে।



ভারত সরকার রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ৫২ শতাংশ শেয়ার দেশি-বিদেশি করপোরেটদের হাতে তুলে যে সিদ্বান্ত নিয়েছে তা প্রত্যাহার করা, গ্রামীণ ব্যাংকগুলিকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে ভারতব্যাপী শুক্রবার (২৯ জুলাই) ব্যাংক ধর্মঘট পালিত হচ্ছে।

সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও পালিত হচ্ছে এ ধর্মঘট। রাজ্যের ১৬টি জাতীয় এবং ১০টি বেসরকারি ব্যাংকের কর্মচারীরা এ ধর্মঘটে সামিল হয়েছেন। সব মিলিয়ে ৩ হাজারের বেশি ব্যাংক কর্মচারী এ কর্মসূচি পালন করছেন।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।