ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

তথ্য আদান-প্রদানে জোর দিলো বিএসএফ ও বিজিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
তথ্য আদান-প্রদানে জোর দিলো বিএসএফ ও বিজিবি

কলকাতা: কলকাতায় শেষ হলো বিএসএফ ও বিজিবির সীমান্ত সুরক্ষা নিয়ে চারদিনব্যাপী আলোচনা।  

২৬ জুলাই শুরু হয়ে ২৯ জুলাই (শুক্রবার) এ বৈঠক শেষ হয়।

কলকাতা ও শিলিগুড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিজিবির প্রতিনিধি দল আলোচনায় অংশ নেয়। বিএসএফের পক্ষে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইনস্পেক্টর জেনারেল কমল নয়ন চৌবে নেতৃত্ব দেন।
 
আলোচনায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এর মধ্যে সন্ত্রাসবাদ, নকল টাকার চোরাচালান, অনুপ্রবেশের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। এছাড়াও দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে তথ্য আদান-প্রদানের বিষয়টি উঠে আসে।
 
দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বেশ কিছু নথির আদান-প্রদান হয়।  বৈঠককে আগামী দিনে আরও বেশি করে বিভিন্ন স্তরে নিরাপত্তা বৈঠকের উপর জোর দেওয়া হয়।    
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।