ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে অধ্যাপক ইমানুল হকের নেতৃত্বে সারা রাত নানা আয়োজনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালিত হবে।
এই উৎসবে যোগ দেন বাংলাদেশ, আসাম, বিহার পশ্চিমবঙ্গ মিলিয়ে ২৫০ জনের বেশি শিল্পী।
কলকাতার রবীন্দ্র সদনের উত্তরে একাডেমির সামনে ছাতিমতলায় রাতভর চলবে এ উৎসব। শেষ হবে একুশের ভোর পর্যন্ত।
একুশের প্রথম প্রহরে অর্থাৎ রাত ১২ টায় শুরু হবে মশাল মিছিল। রাত ১টায় পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হবেন মালদহের গম্ভীরার শিল্পীরা।
রাত ২টায় নাটক। হবে অলৌকিক নয় লৌকিকের অনুষ্ঠান। রাত ৩টা থেকে বাউল ফকির মুর্শিদী গান।
একুশের ভোর ৫টায় শুরু হবে প্রভাতফেরি। এবার উৎসবের উদ্বোধন কোনো সেলিব্রিটি দিয়ে হয়নি। হয়েছে কলকাতার মানিকতলা খালধারের সমাজে পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত পাঠশালার শিশুদের দিয়ে।
উৎসবে সস্তায় পাওয়া যাচ্ছে মাছ-ভাত, আলু-পোস্ত পাঁপড় ও চাটনি। প্রভাত ফেরিতে থাকবে পান্তা ও শুটকি ভর্তা।
বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
ভিএস/এমএ