দোল ও হোলি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। আদিতে দোল ও হোলি ছিল আলাদা।
হোলি উৎসবকে কেন্দ্র করে কলকাতার বাজারে বিক্রি হচ্ছে বাহারি রকমের রঙ, মুখোশ, রঙ বেরঙের পরচুল। কয়েক ধরনের আবির এসেছে বাজারে। তবে সবথেকে চাহিদা বেশি ফুলের পাপড়ি ও রেনু শুকিয়ে বানানো আবির। যাকে বলা হচ্ছে হার্বাল আবির। আবির নিয়ে মেতেছেন রবীন্দ্রভারতীর ছাত্র-ছাত্রীরা। এবার জোড়াসাঁকো ও রবীন্দ্রভারতী একসঙ্গে দোল উদযাপন করছে। রঙের খেলায় মেতেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা। খেলব হোলি রঙ দেব না তাই কখনও হয়। ব্লাইন্ড স্কুলে আয়োজন করা হয়েছে ফুলের পাপড়ি দিয়ে দোল উৎসব।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
ভিএস/এএটি