‘আমি আমার দেশের ছেলেদের চেয়ে গর্বিত হই যখন বাংলাদেশ জেতে। এটা মানসিকতা, এটা বাঙালির মানসিকতা।
বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার (২৬ মার্চ) রাতে বাংলাদেশ উপ-দূতাবাসের আয়োজনে কলকাতার তাজ বেঙ্গল হোটেলে এক অনুষ্ঠানে একথা বলেন পশ্চিমবঙ্গের ক্রেতা-সুরক্ষা দফতরের মন্ত্রী সাধন পাণ্ডে।
বক্তব্যের শুরুতেই মন্ত্রী বলেন, একই কবির দু’টি অনবদ্য সৃষ্টি। দুই দেশের জাতীয় সঙ্গীত। পৃথিবীতে এমন বিরল দৃষ্টান্ত আর কোথাও আছে বলে আমার জানা নেই।
একইসঙ্গে কলকাতায় ঐতিহাসিক ইন্দিরা- মুজিবের জনসভা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণও করেন তিনি।
অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে বাংলাদেশের ক্রিকেট নিয়ে মন্ত্রী সাধন পাণ্ডের গর্ববোধ অন্য মাত্রা পায়। অবশ্য তিনি বলেন, এটা আমার একান্তই ব্যক্তিগত মত। বাংলাদেশ যখন জেতে তখন আমার যে কি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
এএ