ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

১৪২৫ কে স্বাগত জানালো কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
১৪২৫ কে স্বাগত জানালো কলকাতা ১৪২৫ কে স্বাগত জানালো কলকাতা/ ছবি: বাংলানিউজ

কলকাতা: বিগত বছরকে বিদায় জানিয়ে বাংলার নতুন বছর ১৪২৫ কে স্বাগত জানালো কলকাতা। 

যদিও বিশুদ্ধ বিজ্ঞান সম্মত বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলাদেশে ১৪ এপ্রিল বর্ষবরণ হয়ে গেছে।  

রোববার (১৫ এপ্রিল) কলকাতায় উদযাপন হলো পহেলা বৈশাখ।

নতুন বছরকে বরণ করতে কলকাতার রাজপথ- অলিগলির পরিবেশ ছিলো আনন্দ মুখর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বিভিন্ন এলাকায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে রঙ বেরঙের মুখোশ তৈরি করে কলকাতায় শিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরা। এছাড়া তারা এ আনন্দ শোভাযাত্রায় সঙ্গীত-নৃত্য পরিবেশন করেন। আনন্দ শোভাযাত্রাটি উদ্বোধন করেন রিকশাচালক অজগর আলি।  

এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গায় আনন্দ শোভাযাত্রা বের হয়। এবারই প্রথম কলকাতার মাটিতে ‘প্রাণের বৈশাখ’ নামে একটি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
ভিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।