মঙ্গলবার (১৭ এপ্রিল) অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বাণী পাঠ, আলোচনা সভা ও বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র 'মুজিবনগর সরকার’ প্রদর্শন করা হয়।
ভারত
মুম্বাইয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপযাপিত
| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: ভারতের মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে 'ঐতিহাসিক মুজিবনগর দিবস উপযাপিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, উপ-হাইকমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।