ফোন করলেই পার্সেল নিতে বাড়ির দরজায় হাজির হচ্ছেন ডাক বিভাগের কর্মীরা। এ জন্য অতিরিক্ত ফিও দিতে হচ্ছে না।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, প্রতিদিন এতো পরিমাণ পার্সেল আসছে যে, তা পাঠাতে হিমসিম খাচ্ছেন কর্মীরা। পশ্চিমবঙ্গের সব জেলায় এ সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে ডাক বিভাগ। আপাতত কলকাতায় চালু রয়েছে।
পার্ক স্ট্রিট পোস্ট অফিসের মাস্টার আশীষ সরকার বাংলানিউজকে বলেন, ছুটির দিন ছাড়া প্রতিদিনই পার্সেল দিয়ে বেরিয়ে পড়ছেন কর্মীরা। তবে লোকবল কম হওযায় বর্তমানে পার্সেল পাঠাতে বেগ পেতে হচ্ছে।
তিনি আরো বলেন, ডাক বিভাগের ফোন নম্বরে যোগাযোগ করলেই নির্দিষ্ট স্থানে হাজির হচ্ছেন কর্মীরা। সেখান থেকে তারা পার্সেল নিয়ে আসেন ডাকঘরে। পরে পার্সেল মালিক ডাক বিভাগের কাউন্টারে টাকা জমা দিলেই তা পৌঁছে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায়।
পোস্ট অফিসগুলোর মতে, এখন অনেকেই পার্সেল পাঠানোর জন্য বেসরকারি কুরিয়ার সংস্থাগুলোকে বেছে নিচ্ছেন। তারা ডাকঘরে আসেন না। তাই ডাকঘরের প্রতি আস্থা ফেরাতে নতুন এ প্রকল্প হাতে নিয়েছে ডাক বিভাগ।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
ভিএস/ওএইচ/