মেলা পরিকল্পনা ও পরিচালনায় রয়েছেন ছায়ানট কলকাতার সভাপতি সোমঋতা মল্লিক।
মেলা চলবে রোববার (৩ জুন) পর্যন্ত।
এছাড়া কোয়েস্ট ওয়ার্ল্ড থেকে প্রকাশিত হবে 'ইতি নজরুল' অডিও-অ্যালবাম। যেখানে দুই বাংলার ৪১ জন শিল্পী পাঠ করেছেন কাজী নজরুল ইসলামের ৫৭টি পত্র। মেলাতে সংগীত, কবিতাপাঠ, নৃত্যানুষ্ঠান ছাড়াও থাকছে চিত্র-প্রদর্শনী, সেমিনার ও সিডি-বইয়ের সম্ভার।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- শ্রী দেবাশীষ সেন (হিডকোর চেয়ারম্যান), কল্যাণী কাজী, সত্যম রায়চৌধুরী, প্রদীপ ঘোষ, অলকানন্দা রায়, দেবাশীষ বসু প্রমুখ।
এছাড়া বাংলাদেশ থেকে মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ফতেমা তুজ-জোহরা, বুলবুল মহলানবীশ, ড. নাশিদ কামাল, কামরুল ইসলাম অংশ নিচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ০১, ২০১৮
জিপি