সত্যিই কি চিঠি লেখার দিন হারিয়ে গেছে? হারিয়ে গেছে চিঠি লেখার আহ্লাদ? উত্তর খুঁজছে ভারতীয় ডাক বিভাগ। তারা জানতে চাইছে, নতুন প্রজন্ম কি চিঠি লিখতে পারে? লিখলে, কেমন লেখে সেসব কথামালা?
উত্তর পাওয়া কঠিন, তা তারা জানেন।
ডাক বিভাগের প্রধান গনেশ অধিকারী জানান, বাংলা, হিন্দি, ইংরেজি তিন ভাষাতেই লেখা যাবে চিঠি। প্রতিযোগিতা হবে দুটি ভাগে। জাতীয় পর্যায়ে এবং রাজ্য পর্যায়ে। একজন প্রতিযোগী জাতীয় ও রাজ্য উভয় পর্যায়েই অংশগ্রহণ করতে পারবেন। চিঠি সরাসরি পাঠাতে হবে রাজ্যের ডাক বিভাগের মূল অফিসের ঠিকানায়।
প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে দিল্লি থেকে। রাজ্য পর্যায়ে প্রতিযোগিতার বিচার করবেন সেই অঞ্চলের খ্যাতনামা ব্যক্তিরা, এমনটাই জানা গিয়েছে। তবে কবে থেকে প্রতিযোগিতা শুরু হবে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
কাগজে কিছু একটা লেখাই তো চিঠি নয়। সেই লেখা খামে মুড়ে মুখ বন্ধ করে, ডাক বাক্সে ফেলার আনন্দটুকুও ফিরিয়ে দিতে চায় ডাক বিভাগ। সবাই নাইবা পেল পুরষ্কার। কিন্তু চিঠি লিখে যে অনাবিল আনন্দ পাবে বুড়ো থেকে কচি-কাঁচারা, তাই বা কম কী?
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২৬ জুন, ২০১৮
এএইচ/এসএইচ