ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বেতন না পেলে ফ্লাইটও বন্ধ থাকবে, হুমকি পাইলটদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
বেতন না পেলে ফ্লাইটও বন্ধ থাকবে, হুমকি পাইলটদের এয়ার ইন্ডিয়া।

কলকাতা: ঋণের ভারে এয়ার ইন্ডিয়া (এআই) সংস্থার বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর হয়ে যাওয়ার মতো অবস্থা। এরমধ্যেই খোদ পাইলটরাই কর্তৃপক্ষকে প্লেন চালাবেন না বলে হুমকি দিয়ে বসলেন।

পাইলটদের দাবি, পুরো বেতন না দেওয়া হলে তারা প্লেন চালাবেন না।

গত মঙ্গলবারই ( ১৪ আগস্ট) সংস্থার কর্মীদের জুলাই মাসের বেতনের ‘বেসিক পে’ হয়েছে।

কিন্তু পাইলটদের ক্ষেত্রে সেই ‘বেসিক পে’র পরিমাণ মূল বেতনের ৩০ শতাংশ। আর সেজন্যই পাইলট মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।

পাইলট সংগঠন থেকে এয়ার ইন্ডিয়া (এআই) কর্তৃপক্ষকে চিঠি লিখে জানানো হয়েছে, ‘পাইলটসহ এয়ার ইন্ডিয়ার সব কর্মীরই বেতন হয়েছে। আপনারা জানেন যে অন্যান্য কর্মীদের তুলনায় পাইলটদের ক্ষেত্রে মোট বেতনের ৩০ শতাংশই বেসিক ‘পে’র মধ্যে পড়ে। সেক্ষেত্রে প্রত্যেক মাসেই অন্যান্য কর্মীদের তুলনায় আমরা বঞ্চিত হচ্ছি। আশা করছি এ ব্যাপারে কর্তৃপক্ষ যথার্থ সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের যদি পুরো বেতন না দেওয়া হয়, তাহলে আমরা আর প্লেন পরিষেবা আর দিতে পারব না। ’

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
ভিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।