পাইলটদের দাবি, পুরো বেতন না দেওয়া হলে তারা প্লেন চালাবেন না।
গত মঙ্গলবারই ( ১৪ আগস্ট) সংস্থার কর্মীদের জুলাই মাসের বেতনের ‘বেসিক পে’ হয়েছে।
পাইলট সংগঠন থেকে এয়ার ইন্ডিয়া (এআই) কর্তৃপক্ষকে চিঠি লিখে জানানো হয়েছে, ‘পাইলটসহ এয়ার ইন্ডিয়ার সব কর্মীরই বেতন হয়েছে। আপনারা জানেন যে অন্যান্য কর্মীদের তুলনায় পাইলটদের ক্ষেত্রে মোট বেতনের ৩০ শতাংশই বেসিক ‘পে’র মধ্যে পড়ে। সেক্ষেত্রে প্রত্যেক মাসেই অন্যান্য কর্মীদের তুলনায় আমরা বঞ্চিত হচ্ছি। আশা করছি এ ব্যাপারে কর্তৃপক্ষ যথার্থ সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের যদি পুরো বেতন না দেওয়া হয়, তাহলে আমরা আর প্লেন পরিষেবা আর দিতে পারব না। ’
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
ভিএস/এএটি