ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

বিশ্বভারতীর নতুন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৮
বিশ্বভারতীর নতুন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: বাংলানিউজ

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী। 

সোমবার (৮ অক্টোবর) ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দীর্ঘদিন ধরে উপাচার্যহীন ছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতির দায়ে উপাচার্য সুশান্ত দত্ত গুপ্তকে অপসারণ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তারপর কেটে গিয়েছে দীর্ঘ আড়াই বছর। এ সময় বিশ্বভারতীর অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বে ছিলেন বিশ্বভারতীর প্রবীণতম ডিরেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সবুজকলি সেন।

প্রসঙ্গত, স্মৃতি ইরানি পর ২০১৬ সালে ৫ জুলাই মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পান প্রকাশ জাভড়েকর। এরপরও কোনো স্থায়ী উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়টিতে। এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিশ্বভারতীর মতো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-এর মতো গুরুত্বপূর্ণ পদটি দীর্ঘ আড়াই বছর ধরে অস্থায়ী থাকায় বিভিন্ন সমস্যায় পড়ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ৯ অক্টোবর ২০১৮
ভিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।