উপ-হাইকমিশনের উদ্যোগে শনিবার (২৭ অক্টোবর) এ মেলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন তারই কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সব বাধা ডিঙ্গিয়ে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।
তিনি আরও বলেন, প্রত্যাশা করছি শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশে অচিরেই উন্নীত হবে।
অর্থনীতিবিদ অধ্যাপক সুগত মারজিত বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তের কারণে শিল্প ও শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে এবং যোগাযোগের ক্ষেত্রে উন্নতি সাধনের মাধ্যমে আরও উন্নতি করার যথেষ্ঠ সুযোগ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় বলেন, বিশ্ব-অর্থনীতির পুনরুদ্ধারে চলমান সংকট এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে উদ্ভূত নানা প্রতিকূল পরিস্থিতি স্বত্ত্বেও যথোপযুক্ত রাজস্বনীতি ও সহায়ক মুদ্রানীতির প্রভাবে দেশে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রয়েছে। এছাড়া, মাথাপিছু আয় বেড়ে ১৭৫২ মার্কিন ডলারে, রিজার্ভ প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, রেমিট্যান্স প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। দারিদ্রের হার ২৪ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। শেখ হাসিনার নেতৃত্বেই এ অর্থনৈতিক অগ্রগতি হয়েছে।
আলোচনা সভা শেষে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী সবুজ, নূরজাহান আলীম ও কলকাতার সৈকত মিত্র।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
ভিএস/এএইচ