কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনের একাধিক শীর্ষ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ভারতের রাজধানী শহর নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন রয়েছে।
কূলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনের এক শীর্ষ কর্মকর্তা বলেন, চেন্নাইতে একটি দূতাবাস খোলার কথা ঠিক হয়েছে। তবে সেটি ডেপুটি হাইকমিশন নাকি অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন হবে তা ঠিক হয়নি। এছাড়া পশ্চিমবঙ্গের বাগডোগরায় আরও একটি অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন খোলা হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেই এ বিষয়ে সব কিছু স্পষ্ট হয়ে যাবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চিকিৎসা, উচ্চশিক্ষাসহ বিভিন্ন কাজে বিপুলসংখ্যক বাংলাদেশি প্রতিবছর ভারতের দক্ষিণাঞ্চলে যান। আবার ওই অঞ্চল থেকেও অনেক ভারতীয় নাগরিক ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে কাজ করতে আসেন। সে হিসেবে উভয়পক্ষেরই কাজে লাগবে চেন্নাই হতে যাওয়া এ মিশন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ভিএস/এইচএ/