ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

তাপমাত্রা কমলেও কলকাতায় সহসাই আসছে না শীত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
তাপমাত্রা কমলেও কলকাতায় সহসাই আসছে না শীত  ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত জেঁকে বসে শীত। ফাইল ফটো

কলকাতা: জাঁকিয়ে পড়া শীত বলতে যা বোঝায়, তা পেতে এখনও অপেক্ষা করতে হবে। তবুও উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা কিছুটা নেমে হালকা শীতের আমেজ বিরাজ করছে পশ্চিমবঙ্গসহ কলকাতায়। 

আবহাওয়াবিদরা বলছেন, শুক্রবার (২৩ নভেম্বর) কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৪ নভেম্বর) তা তারও নিচে রয়েছে।

 

তবে কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় শীতের মাত্রা অনেকটা বেশি। বীরভূমে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা আছে ১২.৪ ডিগ্রি। বাকি জেলাগুলোতেও তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে।  
 
কলকাতার আবহাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা সাধারণত কলকাতার থেকে দুই থেকে তিন ডিগ্রি কম থাকে এই সময়। তবে উত্তরের হাওয়া সক্রিয় হওয়ায় তাপমাত্রার পারদ আরও কমতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।  

তবে কর্মকর্তারা এও বলেন, তাপমাত্রা ফের বাড়বে। কারণ কাশ্মীরের দিকে পশ্চিমা বাতাস বওয়ার আবহাওয়া তৈরি হচ্ছে। এই পশ্চিমা বাতাস বইলে তখন উত্তরে হাওয়ার রেশ কমে যাবে। তখন কিছুদিন তাপমাত্রা বাড়তে পারে।
 
এদিকে কলকাতা আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত আসতে এখনও দেরি আছে। কলকাতায় শীতের মরশুম বলতে বোঝায় ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। ওই সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে।  

তবে উত্তুরে হাওয়ার দাপট বাড়লে শীতের মরশুমে কলকাতায় কখনও কখনও সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রিতে চলে যায়। সেই সময় রাজ্যের অন্যান্য জেলার তাপমাত্রা ১০ নিচে নেমে যায়। অবশ্য কলকাতায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামার একাধিক নজির আছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।