এর আগে ১১ ডিসেম্বর পাঁচ রাজ্যের ফল ঘোষণার দিন মধ্যপ্রদেশে ফল নিয়ে চলে কংগ্রেস-বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। তাই সবার নজড় ছিল মধ্যপ্রদেশের ওপর।
অবশেষে ওইদিন রাতে রাজ্যটিতে কমলা না ফুটলেও কমলনাথের হাত ধরে ক্ষমতায় আসে কংগ্রেস।
ফল ঘোষণার পরপরই দফায় দফায় বৈঠক চলে কে হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার জন্য চাই ১১৬ জন বিধায়ক বা জয়ী প্রার্থী। কংগ্রেসের ঝুলিতে ছিলো ১১৫ জন।
যদিও সরকার গড়তে কংগ্রেসেকে কোনো অসুবিধায় পড়তে হতো না। কেননা রাহুলের দলটি সমর্থন পায় মায়াবতী, সমাজবাদী পার্টি এবং নির্দল প্রার্থীরও।
অবশ্য মুখ্যমন্ত্রীর দৌড়ে কমলনাথ ছাড়াও ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দ্বিগবিজয় সিং। তবে দেন-দরবার শেষে শেষ পর্যন্ত মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হিসেবে কমলনাথের ওপরই ভরসা রাখলো কংগ্রেস৷।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ভিএস/এমএ