ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

রাজ্যজুড়ে বিক্ষোভের মধ্যে কলকাতায় ঢুকছেন মোদী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
রাজ্যজুড়ে বিক্ষোভের মধ্যে কলকাতায় ঢুকছেন মোদী

কলকাতা: ভারতের লোকসভা নির্বাচনের সময় নিজের দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রচারণায় ১৮বার পশ্চিমবঙ্গে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর এ প্রথম কলকাতায় আসবেন তিনি। তবে এখন সময়টা তার বিরোধিতা করছে। শুধু কলকাতা নয়, গোটা ভারতজুড়ে নাগরিকত্ব আন্দোলনে মুখর। বিজেপি বাদে সবপক্ষই এনআরসি আর সিএএ’র প্রতিবাদে আন্দোলন করছে। তেমন উত্তপ্ত আবহের মধ্যেই কলকাতায় ১১ থেকে ১২ জানুয়ারি তিনটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন মোদী। যা খুবই তাৎপর্যপূর্ণ।

আগামী ১২ জানুয়ারি সকালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকবেন তিনি। কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তিতে নানাবিধ অনুষ্ঠান রয়েছে।

এ অনুষ্ঠানেই প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই ওই অনুষ্ঠানের দিকে নজর থাকবে সবার। কলকাতা সফরকালে সম্ভবত ১০ জানুয়ারি রাতে বা ১১ জানুয়ারি শহরে আসবেন তিনি। ১১ জানুয়ারি সন্ধ্যায় হাওড়া ব্রিজের নতুন লাইট অ্যান্ড সাউন্ড উদ্বোধন করবেন তিনি। রাত কাটাবেন রাজভবনে।

এরপর ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে কলকাতায় থাকবেন মোদী। দেখা করতে পারেন বিজেপির রাজ্য প্রতিনিধিদের সঙ্গে। প্রধানমন্ত্রীকে দিয়ে পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক জনসভা করানোর চেষ্টা হচ্ছে বলে বিজেপি সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী রাজ্যে এনআরসি ও সিএএ নিয়ে মোদী কী বলেন, সেদিকেই সবাই তাকিয়ে থাকবেন শহরবাসী।

তবে লোকসভা নির্বাচনের আগে মোদী-মমতা সম্পর্কটা অনেকটা সাপে-নেউলে সম্পর্ক থাকলেও, বর্তমানে মমতার চোখের বিষ হয়ে দাঁড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহও সংসদ ভবনে দাঁড়িয়ে আক্রমণ করেছেন মমতাকে। যেহেতু এনআরসি ও সিএএ নিয়ে রাজ্যের একটি বড় অংশে তুমুল বিক্ষোভের মুখে রয়েছে, প্রতিবাদে ট্রেন জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তাই নিরাপত্তার খাতিরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনও পক্ষ থেকেই এ ব্যাপারে পরিষ্কারভাবে কেউ কিছু বলতে চাননি।

তবে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী শহরে আসছেন নিশ্চিত এবং কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রীর হাত ধরে ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধনের সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
ভিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।