ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারত

আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার নাম ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, মে ৯, ২০২১
আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার নাম ঘোষণা ...

আগরতলা(ত্রিপুরা): প্রতীক্ষার অবসান, অবশেষে আসাম রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলো বিজেপির সর্ব ভারতীয় নেতৃত্ব।  

আসামের প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মার নাম মুখ্যমন্ত্রী হিসেবে রোববার (০৯ মে) দুপুরে ঘোষণা করা হয় ভারতের রাজধানী দিল্লির বিজেপি কার্যালয় থেকে।

 

আসামের নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং সংসদ সদস্য প্রতিমা ভৌমিক এবং হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ বলে পরিচিত ত্রিপুরার সাবেক মন্ত্রী ও বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মণ।  

বেশ কয়েকদিন ধরে আসামের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে টানাপোড়েন চলছিল। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং হিমন্ত বিশ্ব শর্মার নাম উঠে আসছিল।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মে ০৯, ২০২১
এসসিএন/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।